দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে কামরুল ইসলাম (৫০) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে স্থানীয় সন্ত্রাসীরা।নিহত কামরুল ইসলাম নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের নূর সোনাপুর গ্রামের কাদিরবক্স মিয়া নতুনবাড়ির বেলু চৌধুরীর ছেলে।
মঙ্গলবার (৩০ জুন) রাত ৮টার দিকে পণ্য বিক্রির সময় মূল্য নিয়ে বাকবিতণ্ডার জের ধরে এ ঘটনা ঘটে।
দক্ষিণ আফ্রিকা প্রবাসী শরীফ ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত কামরুল গত ৪-৫বছর আগে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আসেন। পরে সাউথ লেনাসিয়া এলাকায় ব্যবসা শুরু করেন। গত ৩০ জুন রাতে সন্ত্রাসীরা তার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চস/আজহার


