spot_img

২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কারাগার থেকে মুক্তি পেয়েছেন চিত্রনায়িকা একা

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন চিত্রনায়িকা একা। মঙ্গলবার সন্ধ্যার দিকে তিনি কারামুক্ত হন। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের (ভারপ্রাপ্ত) জেলার সৈয়দ শাহ শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আদালত থেকে চিত্রনায়িকা একার জামিনের কাগজপত্র মঙ্গলবার বিকেলে কারাগারে এসে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই করে সন্ধ্যায় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে, গত ৩১ জুলাই রাজধানীর হাতিরঝিল থানায় চিত্রনায়িকা একার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়। নির্যাতনের অভিযোগে গৃহকর্মী হাজেরা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা এবং বাসা থেকে মাদক উদ্ধার হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করে।

এসব মামলায় গ্রেফতার করে একাকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss