একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, নাট্যকার, নির্দেশক ও শিক্ষক ডা. ইনামুল হক আর নেই(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
সোমবার (১১ অক্টোবর) দুপুরে না ফেরার দেশে পাড়ি জমান গুণী এ অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮।
১৯৪৩ সালের ২৯ মে ফেনী সদরের মোটবি ইউনিয়নে ড. ইনামুল হকের জন্ম। ফেনী পাইলট হাইস্কুল থেকে এসএসসি, ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে অনার্স ও এমএসসি সম্পন্ন করেন।
ডা. ইনামুল হক মানচেস্টার ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেন। দীর্ঘ ৪৩ বছর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত এ অভিনেতা।
চস/স