spot_img

২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, শনিবার
১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

অস্কারে বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’

বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ অস্কারের ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আট সদস্যের একটি কমিটি গঠন করে। গত ৪ অক্টোবর বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য সিনেমা আহ্বান করা হয়। বাছাই কমিটির সভায় আব্দুল্লাহ মোহাম্মদ সাদের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’কে মনোনীত করা হয়।

অস্কারের ৯৪তম আসরে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম (বিদেশি ভাষার প্রতিযোগিতা) বিভাগে বাংলাদেশের সিনেমা হিসেবে প্রতিনিধিত্ব করবে আজমেরী হক বাঁধন অভিনীত ‘রেহানা মরিয়ম নূর’। আগামী নভেম্বরে দেশের সিনেমা হলে মুক্তি দেওয়ার শর্তে অস্কারের বিদেশি ভাষার প্রতিযোগিতা বিভাগে এটি মনোনীত করে বাংলাদেশ অস্কার কমিটি।

সিনেমার গল্প আবর্তিত হয়েছে বেসরকারি মেডিক্যাল কলেজের শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে। সেখানে রেহানা একজন মা, মেয়ে, বোন ও শিক্ষক। ঝঞ্ঝাবিক্ষুব্ধ তার জীবন৷ এক সন্ধ্যায় কলেজ থেকে বের হয়ে তিনি এমন এক ঘটনা প্রত্যক্ষ করেন, যা তাকে প্রতিবাদী করে তোলে।

‘রেহানা মরিয়ম নূর’র চিত্রনাট্য লিখেছেন নির্মাতা সাদ নিজেই। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফিয়া জাহিন জাইমা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ণ, ইয়াছির আল হক, সাবেরী আলম।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss