spot_img

৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

অতিথি হয়ে ঢাকায় আসছেন শিল্পা শেঠি

বলিউড সুন্দরী শিল্পা শেঠি ঢাকায় আসছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় নিজেই এ তথ্য জানিয়েছেন তিনি।

ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ২৮ জুলাই মিরর প্রেজেন্ট বিজনেস লিডারশীপ অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানেই প্রধান অতিথি হয়ে হাজির হবেন শিল্পা শেঠি। অনুষ্ঠানে সেরাদের হাতে তুলে দেবেন অ্যাওয়ার্ড।

শিল্পা শেঠির ঢাকায় আসার বিষয়ে মিররের প্রধান শাহ জাহান ভূইয়া রাজু গণমাধ্যমকে বলেন, ‘মিরর প্রেজেন্ট বিজনেস লিডারশীপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শিল্পা শেঠির আসার বিষয়টি নিশ্চিত। আমরা তার সঙ্গে যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছি। ইতোমধ্যে শিল্পা ভিডিওবার্তা দিয়ে বিষয়টি কনফার্মও করেছেন।’

এর আগেও ঢাকায় এসেছিলেন শিল্পা। একটি ফ্যাশন শো-তে অংশ নিতে। ২০১৬ সালে প্রথমবার লাল-সবুজের দেশে পা রেখেছিলেন তিনি।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss