spot_img

২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চলে গেলেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব

ভারতের জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব আর নেই। দিল্লির এইমস হাসপাতালে আজ বুধবার সকালে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

গত মাসে জনপ্রিয় এই স্ট্যান্ড-আপ কমেডিয়ান ট্রেডমিলে দৌড়নোর সময় বুকে ব্যথা অনুভব করেন এবং পড়ে যান। দ্রুত তাকে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা জানান হার্ট অ্যাটাক হয়েছে তার। তাকে স্থানান্তরিত করতে হয়েছিল ভেন্টিলেশন সাপোর্টে।

চিকিৎসার এক পর্যায়ে কিছুটা সাড়া দিলেও পরে অবস্থার অবনতি হতে থাকে রাজুর। ভোগাচ্ছিল জ্বর ও সংক্রমণের সমস্যাও। সব চেষ্টাকে ব্যর্থ করে আজ চলে গেলেন তিনি।

‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’ দিয়ে সবার নজরে আসেন রাজু শ্রীবাস্তব। এরপর তিনি কপিল শর্মার সঙ্গে ‘কমেডি নাইটস’-এ যাক করেছেন। এছাড়াও ‘বিগ বস, ‘নাচ বালিয়ে’-তেও দেখা গেছে তাকে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss