spot_img

২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

‘গাঙ্গুবাঈ’কে পেছনে ফেলে অস্কারে গুজরাটি সিনেমা

বক্স অফিসে রেকর্ড ব্যবসা করার পর অস্কারে ‘আরআরআর’ অথবা ‘দ্য কাশ্মীর ফাইলস’ কিংবা সঞ্জয়লীলা বনশালির ‘গাঙ্গুবাঈ’ যাবে বলে সবাই ভেবেছিল। কিন্তু এদের পেছনে ফেলে আগামী বছর অস্কারের জন্য ‘সেরা বিদেশি ছবির’ বিভাগে ভারত থেকে পাঠানো হচ্ছে গুজরাটি ছবি ‘ছেল্লো শো’ বা ‘দ্য লাস্ট শো’।

সিনেমাটির পরিচালনা করেছেন পান নলিন।

ভারতীয় সংবাদমাধ্যমকে পান নলিন বলেন, ‘আমি ভাবতেই পারছি না! দারুণ লাগছে আমার। আসলে আমার এই ছবি সিনেমার কথা বলে। সিনেমার ভাষা, টেকনোলজি বদলে যাওয়ার কথা বলে। দেশ, বিদেশে প্রচুর প্রশংসা পেয়েছে এই ছবি। এবার দেখা যাক অস্কার জয় করতে পারে কি না। ফেডারেশনকে ধন্যবাদ এই ছবিকে বেছে নেওয়ার জন্য।’

গুজরাটের একটি ছোট্ট গ্রামের গল্প উঠে আসবে এই ছবিতে। ছবির মূল চরিত্রে এক কিশোর। তবে এই ছবির মূল বিষয়বস্তু হলো, কীভাবে ডিজিটাল মাধ্যম আসার পরে সেলুলয়েড আস্তে আস্তে হারিয়ে গেছে। তার মধ্যেও কীভাবে একজন সেলুলয়েডের প্রেমে পড়েছে, তা নিয়েই এই ছবির গল্প। এই ছবির মধ্যে দিয়ে পরিচালক দেখাতে চেয়েছেন এক যুগের অবসান ও আরেক যুগের শুরু।

চস/এস

 

Latest Posts

spot_imgspot_img

Don't Miss