spot_img

২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

প্রথম দিনে হাউজফুল ‘অপারেশন সুন্দরবন’-‘বিউটি সার্কাস’

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দেশের প্রায় অর্ধশত হলে মুক্তি পেয়েছে দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ ও মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’। রাজধানীর স্টার সিনেপ্লেক্সেও চলছে ছবি দুটি। মুক্তির দিন সিনেমা দুটির প্রত্যেকটি শো ছিলো হাউসফুল।

শুরু থেকেই দুই ছবির তারকারা দুটি ছবিই দেখার আহ্বান জানিয়ে আসছেন। প্রচার-প্রচারণার কমতিও রাখেনি। হলে দর্শক আনার আপ্রাণ দেষ্টা চালিয়ে গেছে দুই ছবির টিম।

ছবি দুটির বেলায় সকালের শোগুলোও ক্রমাগত হাউজফুল হয়েছে বলে জানিয়েছে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ।

মুক্তির প্রথম শো’তেই রাজধানীর বসুন্ধরা শপিংয়ের স্টার সিনেপ্লেক্সে হাজির হন বিউটি তথা জয়া আহসান। সঙ্গে ছিলেন নায়ক রঙলাল চরিত্রের এবিএম সুমনসহ অন্যরা।

এসময় জয় বলেন, ‘ছবিটি দেখার সময় নিজের মনেই প্রশ্ন জেগেছে, এমন ঝুঁকিপূর্ণ দৃশ্যে আমরা শুটিং করেছিলাম! যখন কাজটি করেছি, তখন আসলে এসব নিয়ে ভাবিনি। কারণ, ডুবে ছিলাম চরিত্রের ভেতর। ছবিটি আজ দেখার পর সেসব স্মৃতি মনে পড়লো। অবাকও হলাম নিজেকে নিয়ে। ছবিটি বড় পর্দায় দেখার পর এবং দর্শকদের উচ্ছ্বাস পেয়ে একটা কথাই মনে হলো, আমাদের কষ্ট সার্থক হয়েছে।’

এদিন সন্ধ্যায় সন্ধ্যায় হল পরিদর্শনে আসেন ‘অপারেশন সুন্দরবন’ টিম। হল ভর্তি দর্শক দেখে সন্তোষ প্রকাশ করেছেন সিনেমার কলা কুশলীরা।

এসময় নুসরাত ফারিয়া মাধ্যমকে বলেন, ‘শুরুর দিকে অনেক টেনশনে ছিলাম। কিন্তু আজ সেটা আর নেই। কারণ এতো এতো দর্শক দেখে বুকটা ভরে গেছে। সকাল থেকে যতোগুলো হল ঘুরে দেখেছি সবগুলো হল কমবেশি হাউসফুল ছিলো। আশাকরি কাল থেকে আরও দর্শক বাড়বে।’

আরো পড়ুন: কাল ১৯ হলে‘ মুক্তি পাচ্ছে বিউটি সার্কাস’

‘অপারেশন সুন্দরবন’-এর পরিচালক দীপংকর দীপন বলেন, প্রথমদিন দর্শকদের এমন সাড়া দেখে বুকটা ভরে গিয়েছে। মনে হচ্ছে, ৪ বছর যে কষ্টটা করেছে সেটা স্বার্থক হতে চলেছে।’

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss