spot_img

২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

অস্কারে বাংলাদেশের মনোনয়ন পেলো ‘হাওয়া’

মেজবাউর রহমান সুমন পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘হাওয়া’ এবার যাচ্ছে বিশ্ব বিনোদনের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ পুরস্কারের আসর একাডেমি অ্যাওয়ার্ড-এ। ৯৫তম অস্কারে ‘বিদেশি ভাষার সিনেমা’ বিভাগের জন্য বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছে এ সিনেমাটি।

গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন অস্কার বাংলাদেশ কমিটির সমন্বয়ক আব্দুল্লাহ আল মারুফ।

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৩ সালের ১২ মার্চ অনুষ্ঠিত হবে ৯৫তম অস্কার। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে পুরস্কার। ‘শ্রেষ্ঠ বিদেশি ভাষার সিনেমা’ বিভাগ সেগুলোরই একটি।

‘হাওয়া’ সিনেমার গল্প মাঝসমুদ্রে গন্তব্যহীন একটি মাছ ধরার ট্রলারে আটকে পড়া আট জন মাঝি-মাল্লা এবং এক রহস্যময় বেদেনিকে ঘিরে আবর্তিত হয়েছে। মিস্ট্রি ড্রামা ঘরানার এ সিনেমাটি মূলত এ কালের রূপকথা।

মুক্তির পর থেকে ‘হাওয়া’কে নিয়ে বিতর্ক কম হয়নি। আপত্তি ওঠে এ সিনেমায় থাকা অসংখ্য গালিগালাজ নিয়ে। এরপর সিনেমাটির বিরুদ্ধে ওঠে নকলের অভিযোগ। বলা হয়, ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত কোরিয়ান সিনেমা ‘সি ফগ’-এর নকল ‘হাওয়া’। পরবর্তীতে খাঁচায় বন্দি দেশীয় পাখি দেখানো এবং সেটিকে পুড়িয়ে খাওয়ার দৃশ্য দেখানো সিনেমাটির বিরুদ্ধে ২০টি টাকার ক্ষতিপূরণ মামলাও হয়।

এতসব বাধা পেরিয়ে অবশেষে আকাশচোঁয়া সাফল্যের খোঁজে অস্কারের যাচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’। এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান ও বাবলু বোস। দেশের পাশাপাশি বিদেশেও প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি।

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss