spot_img

২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কবীর সুমনের সঙ্গে ডুয়েট গান করবেন আসিফ

ওপার বাংলার শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সুমন কবীরের কথা ও সুরে এর আগে গান গেয়েছেন বাংলাদেশের তুমুল জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ। তবে এবার কবীর সুনমের সঙ্গে দ্বৈতকণ্ঠে গাইবেন আসিফ- এমনটা তিনি নিজেই জানিয়েছেন। সোমবার (২৪ অক্টোবর) আসিফ এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জনান।

স্ট্যাটাসে আসিফ লিখেছেন, ‘আলহামদুল্লিল্লাহ। কোন উপাধির ধার ধারেন না শ্রদ্ধেয় অগ্রজ কবীর সুমন। কারণ তিনি কবীর সুমন। আমার ক্ষুদ্রসঙ্গীত জীবনে উনার সান্নিধ্য পেয়েছি। আজ আমার ক্যারিয়ারে যুক্ত হলো একটি সফলতার পালক। হ্যাঁ, কবীর সুমন চেয়েছেন আমি যেন তাঁর সাথে ডুয়েট গান করি। এই গানটি নিয়ে উনার উচ্ছ্বাস দেখে আমি আপ্লুত।’

আসিফ আরও লেখেন, ‘জীবনে হয়তো কোনদিন কিছু ভাল কাজ করেছিলাম। হয়তো ময়মুরুব্বী বন্ধুস্বজনদের দোয়া ছিল… মহান আল্লাহ ধাপে ধাপে আমাকে সফলতা দিয়েই যাচ্ছেন- শোকর আলহামদুলিল্লাহ।’

গানটির কথা হচ্ছে, ‘আসিফ এখন একান্নোয়, কবীর চলছে তিয়াত্তর/ চলতে চলতে রাত ফুরোয় । রাত পেরোলেই আসবে ভোর’। গানটির কথা- সুর কবীর সুমনের। সঙ্গীতায়োজনে থাকছেন উজ্জ্বল সিনহা। গানটির ভিডিও করবে ই মিউজিক, বাংলা ঢোল স্টুডিওতে গানটি রেকডিং করা হবে। প্রকাশ পাবে আর্ব এন্টারটেইনমেন্ট থেকে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss