spot_img

২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

অভিনেত্রী শারমিনের অবস্থা আশঙ্কাজনক

নাটকের শুটিং করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ মডেল ও অভিনেত্রী শারমিন আঁখির (২৬) শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। শারমিন বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে শেখ হাসিনা বার্নের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, শারমিন আঁখির শ্বাসনালীসহ শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে। তার ইনহালেশন বার্ন রয়েছে। অবস্থার অবনতি হওয়ায় তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে। তিনি পর্যবেক্ষণে আছেন। তার সব ধরনের চিকিৎসা চলছে। তবে অবস্থা আশঙ্কাজনক।

গত শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর পল্লবীর কালশি রোডে এপেক্স শোরুমের পাশে একটি বাসায় শুটিং করতে যান শারমিন। সেখানেই বিস্ফোরণে দগ্ধ হন তিনি। পরে তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।

শারমিন আঁখির স্বামী নির্মাতা রাহাত কবির গণমাধ্যমকে জানান, সেদিন আমি ওকে শুটিং হাউজে ড্রপ করে কাজে যাচ্ছিলাম। হঠাৎ মনে হলো উপরে একটু ঘুরে যাই। আমি তখন পাশের ড্রয়িং রুমে সোপায় বসা ছিলাম। এরই মধ্যে একটি বিস্ফোরণের শব্দ শুনি। ওই শুটিং স্পটে মেকআপ রুম ও বাথরুম একসঙ্গে ছিল। সেখানে তার চুল সোজা করার যন্ত্র বা হেয়ার স্ট্রেটনার দিয়ে কাজ চলছিল। এসময় বিস্ফোরণে বাথরুমের দরজা ভেঙে যায়।

তিনি জানান, আঁখির পরনে সিনথেটিক কাপড় ছিল। তারপর দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়।

রাহাত কবির জানান, শুটিং স্পটটি ছিল একেবারেই নতুন। ওয়াশ রুমও নতুন ও রং ছিল কাঁচা। ওই বাথরুমে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ হয় বলে ধারণা তাদের। সেখান থেকেই শর্টসার্কিট হয়ে আগুন লেগে যায়।

তিনি বলেন, বিভিন্ন প্রচারমাধ্যমে বলা হচ্ছে তখন আমার স্ত্রী (শারমিন) সিগারেট পান করছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত। কিন্তু বিশ্বাস করুন, ও তখন ধূমপান করেনি। সবাইকে অনুরোধ করবো, এসময় মানসিকভাবে শক্তি দিয়ে আমাদের পাশে থাকুন। আমার স্ত্রীর জন্য দোয়া করুন। ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে।

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার মো. শাহাবুদ্দিনের মেয়ে শারমিন। পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ের বাসায় স্বামীর সঙ্গে থাকতেন।

ঘটনার দিন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম ঘটনাস্থল পরিদর্শনের সময় জানান, গ্যাসের কারণে বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। সেখানে শারমিনের স্বামীসহ অনেকেই ছিলেন। অভিনেত্রীর চুলের সজ্জা চলছিল। বাথরুমে জ্বলন্ত সিগারেট থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss