spot_img

৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, শনিবার
২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

‘কৃষ ৪’র জন্য পরিচালক খুঁজছেন হৃতিক

নীতেশ তিওয়ারির আকর্ষণীয় প্রকল্প ‘রামায়ণ’। এ সিনেমাটিতে রাবণ হতে প্রস্তাব দেওয়া হয়েছিল হৃতিক রোশনকে। কিন্তু বলিউডের গ্রিক গডখ্যাত অভিনেতা সেটি ফিরিয়ে দিয়েছেন। ‘বিক্রম ভেধা’-তে ভেদা চরিত্রে অভিনয়ের পর তিনি সেই ছবিটি করতে রাজি হননি।

তবে বলিউড হাঙ্গামা জানাচ্ছে, আবারও সুপারহিরো হয়ে পর্দায় ফিরতে উন্মুখ হয়ে আছেন হৃতিক। খুব দ্রুতই ‘কৃষ ৪’ শুরু করতে চান তিনি। এ জন্য একজন দক্ষ পরিচালক খুঁজছেন ‘গুজারিশ’ দিয়ে মন মজানো এই অভিনেতা।

বলিউডের দারুণ জনপ্রিয় সুপারহিরো চরিত্র ‘কৃষ’। বাবা রাকেশ রোশনের পরিচালনায় এই চরিত্রে হৃতিক পেয়েছেন আকাশছোঁয়া সাফল্য। যেমন বক্স অফিস মাতিয়েছেন কৃষ হয়ে তেমনি ভারতের নতুন প্রজন্মের কাছে নিজেকে পরিণত করেছেন পর্দার শক্তিমান হিরো হিসেবে। সেই ভক্তদের জন্য আবারও কৃষ হয়ে ফিরতে চাইছেন তিনি। এরই মধ্যে নতুন গল্পের চিত্রনাট্য নিয়ে রাকেশ রোশনের সঙ্গে বসেছেন। শোনা যাচ্ছে, সেটি অনেকটা প্রস্তুতও হয়ে গেছে। প্রচুর ভিএফএক্স থাকবে এবারের পর্বে। সেই সঙ্গে অ্যাকশনের ছড়াছড়ি।

মনের মতো করে সিনেমাটি তৈরি করতে হৃতিক একজন পরিচালকের সন্ধান করছেন। তিনি হলিউড থেকে পরিচালক বাছাই করতে চাইছেন বলে জানিয়েছে বলিউড হাঙ্গামা। সুপারহিরোভিত্তিক ছবিতে অভিজ্ঞতা আছে এমন একজন নির্মাতা ও টিম নিয়ে মাঠে নামতে চান বলিউডের ‘যোধা আকবর’।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss