spot_img

২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

অস্কারে সেরা অভিনেতা ফ্রেজার, অভিনেত্রী মিশেল ইয়ো

৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন মার্কিন অভিনেতা ব্রেন্ডন ফ্রেজার। ‘দ্য হোয়েল’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন।

এ ক্যাটাগরিতে আরও মনোনয়ন পেয়েছিলেন এলভিস ছবির অভিনেতা অস্টিন বাটলার, দ্য বানসিস অব ইনসেরিনের কলিন ফেরাল, আফটারসান ছবির পল মেসকাল এবং লিভিংয়ের বিল নাইয়ি।

অপরদিকে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন এশীয় বংশোদ্ভূত অভিনেত্রী মিশেল ইয়ো। এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স সিনেমায় পারফরম্যান্সের জন্য তিনি এককভাবে এ পুরস্কার পেয়েছেন।

এ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন টার ছবির অভিনেত্রী ক্যাট ব্লানচেট, ব্লন্ডের অ্যানা দে আরমাস, দ্য লেসলির আন্দ্রে রিসবোরো, দ্য ফ্যাবলমেনস ছবির মিশেল উইলিয়ামস।

৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়ে সর্বোচ্চ ৭টি পুরস্কার জয় করেছে অ্যাবসার্ড কমেডি-ড্রামা ধারার ‘এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স’।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss