spot_img

৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আজ মুক্তি পাচ্ছে সাকিবের প্রথম চলচ্চিত্র

সাকিব আল হাসান অনেকের মতে বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার। খেলার পাশাপাশি সাকিব বিজ্ঞাপনের শুটিং, কিংবা কোনো শো রুম উদ্বোধন সব জায়গায় সমানভাবে কাজ করে চলেছেন।

কিছু দিন আগেই তার কাছে জানতে চাওয়া হয়েছিল এত সব কিভাবে করেন, সাকিবের জবাব ছিল, ‘যে পারে সে সবই পারে’। এমনটা যে শুধু তিনি মুখে বলেন না, আরও একবার তার প্রমাণ দিলেন এই অলরাউন্ডার।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) মুক্তি পেতে যাচ্ছে, সাকিব অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অমলিন থাকুক প্রতিটি হাসি’। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরটি ভক্তদের সঙ্গে ভাগাভগি করেছিলেন সাকিব। মূলত এটি একটি মোবাইল কোম্পানির জন্য তৈরীকৃত স্বল্পদৈর্ঘ চলচিত্র।

এর আগে গত মাসে আয়ারল্যান্ড সিরিজ চলাকালেই দুই ম্যাচের ফাঁকে চট্টগ্রামের সিআরবিতে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির শুটিং করেছিলেন সাকিব। সব কাজ শেষে এখন শুধু মুক্তির অপেক্ষা। সাকিব ছাড়াও এতে অভিনয় করেছে প্রান্তর দস্তিদারসহ আরও বেশ কয়েকজন গুনী অভিনেতা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss