spot_img

২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

নতুন সিনেমা-ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হয়েছেন অমি

সময়ের জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। ‘ব্যাচেলর পয়েন্ট’সহ আরও কিছু নাটক বানিয়ে তিনি দেশজুড়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছেন। তার নাটক মানেই সুপারহিট।

গেল রোজা ঈদে কাজল আরেফিন অমি ‘হোটেল রিলাক্স’ সিরিজ ও ‘বিদেশ’ নাটক বানিয়েও সাড়া ফেলেছেন। তারপর থেকেই এ নির্মাতার নতুন কাজের অপেক্ষায় ছিলেন ভক্তরা।

সেই অপেক্ষা ফুরাতে চললো। ২৬ মে দুটি নতুন কাজে চুক্তিবদ্ধ হয়েছেন অমি। তার একটি ওয়েব সিরিজ, অন্যটি ওয়েব ফিল্ম। দুটি নির্মাণই আসবে জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গবিডির ব্যানারে।

২৬ মে অমির সঙ্গে বঙ্গর চুক্তি সম্পন্ন হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন বঙ্গবিডির চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমানসহ আরও অনেকে। সেখানে জানানো হয়েছে অমি পরিচালিত নতুন সিরিজটির নাম ‘আন্ডারওয়ার্ল্ড’৷ আর ওয়েব সিনেমাটির নাম দেওয়া হয়েছে ‘অসময়’৷

কাজল আরেফিন অমি বলেন, ‘খুব দ্রুতই শিল্পী নির্বাচন সম্পন্ন করে শুরু হবে সিরিজ ও সিনেমাটির শুটিং। আমরা দেশের জনপ্রিয় শিল্পীদের কথাই মাথায় রেখেছি।’

বঙ্গবিডির চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান বলেন, ‘কাজল আরেফিন অমি একজন জনপ্রিয় নির্মাতা। তার ‘হোটেল রিলাক্স’ সিরিজটি আমাদের বেশ সাফল্য এনে দিয়েছে। আশা করছি তার সঙ্গে নতুন যাত্রাও সাফল্যের হবে।’

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss