পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের পুজার ছবি ‘দশম অবতার’এ দেখা যতে পারে জয়াকে। যে ছবিতে আসলে অভিনয় করার কথা ছিল শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। তবে শুভশ্রী এই মুহূর্তে অন্তঃসত্ত্বা, তাই কাজ করতে পারবেন না।
শুভশ্রীর জায়গায় পরিচালক সৃজিত নাকি এই প্রস্তাব দিয়েছিলেন রুক্মিণী মৈত্রকে। তবে রুক্মিণী নাকি জিৎ এর প্রযোজনা সংস্থার একটি ছবি করছেন, সেকারণে সময় বের করতে পারছেন না। বিনোদনভিত্তিক পোর্টালে সৃজিত মুখার্জি জানিয়েছেন, জয়া চরিত্রটি করছেন। বর্তমানে তিনি পাণ্ডুলিপি পড়ছেন।
এর আগে সৃজিত মুখোপাধ্যায়ের ২০১৫তে মুক্তি পাওয়া ‘রাজকাহিনী’, এবং ২০১৮তে ‘এক যে ছিল রাজা’তে শেষ কাজ করেছিলেন জয়া। তারপর বহুদিন সৃজিতের ছবিতে আর দেখা যায়নি জয়াকে।
চস/স