spot_img
BETA Version ...
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩

সর্বশেষ

আমি এই দিনগুলোর জন্যে প্রস্তুত ছিলাম না: পরীমণি

এক প্রতিকূল সময় পার করছেন জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী পরীমণি। স্বামী চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বনিবনা হচ্ছে না, যার জেরে আলাদা থাকছেন এই তারকা দম্পতি। ওই দিকে ছেলে রাজ্যও বেশ কিছুদিন ধরে অসুস্থ। তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করছেন। সবকিছু একা হাতে সামলাচ্ছেন এ চিত্রনায়িকা।

শুক্রবার (১৪ জুলাই) রাতে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন পরীমণি। যেখানে দেখা যাচ্ছে ছোট্ট রাজ্যর হাতে ক্যানোলা লাগানো। কচি হাতে ধরে রেখেছেন মায়ের আঙুল। এই ছবির ক্যাপশনে পরীমণি জুড়ে দিলেন সামনের কঠিন দিনের জন্যে নিজেকে প্রস্তুত করার প্রতিশ্রুতি। পাশাপাশি এদিন ছেলের প্রতি মায়ের আবেগঘন বার্তাও দিলেন তিনি।

পরীমণি লেখেন, ‘আমার পদ্মফুল, মনে পড়ে তোমার প্রথম ভ্যাকসিন দেওয়ার দিনে আমি ভয়ে, কষ্টে, কান্নায় বারবার মূর্ছা যাচ্ছিলাম। তখন আমাকে সামলানোর কেউ ছিল বলেই হয়তো কাঁদতেও সহজ লেগেছিল আমার। আজ প্রথমবার তোমার ক্যানোলা করা হলো তোমার প্রথম ব্লাড টেস্টের জন্যে! আমি একা তোমাকে বুকে ধরে সাহস জোগাই, সামনের এমন আরও কঠিন দিনের জন্যে নিজেকে প্রস্তুত করি। অনেক কঠিনেরে মোকাবেলা করব বলে।’

তিনি আরও লেখেন, ‘আমি জানি, তুমি আমার স্ট্রং বয়। মায়ের সমস্ত বিশ্বাস জুড়ে থেকো। আর আমাকে আম্বা বলেই ডেকো। আমি জানি এই আম্বাটা কী। আমি তোমার আম্মাও আব্বাও। বাচ্চা আমার, আমি তো এই দিনগুলোর জন্যে প্রস্তুত ছিলাম না।’

প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। মাত্র সাত দিনের পরিচয়ে বিয়ে করেছিলেন তারা। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন। একই দিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। একই বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss