spot_img

১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার
২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার-৩’ আসছে ওটিটিতে

করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ফ্র্যাঞ্চাইজির অনুরাগীদের জন্য আনন্দের খবর। জাগা গেছে, শিগগির এ সিরিজের তৃতীয় পার্ট নিয়ে হাজির হতে যাচ্ছেন করণ জোহর। প্রতিবারের মতো এবারও করণ জোহর লঞ্চ করবেন নতুন কোনো মুখকে।

২০১২ সালে মুক্তি পায় করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’। একসঙ্গে তিন নতুন মুখ লঞ্চ করেন পরিচালক। আলিয়া ভাট, সিদ্ধার্থ মলহোত্র ও বরুণ ধাওয়ান।

এর ঠিক ৭ বছর পর, ২০১৯ সালে মুক্তি পায় ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার-২’। পুনীত মলহোত্র পরিচালিত, কর্ণ জোহর প্রযোজিত এ সিনেমার হাত ধরে বলিউডে পা রাখেন অনন্যা পাণ্ডে ও তারা সুতারিয়া।

এবার শোনা যাচ্ছে সিনেমার তৃতীয় পার্ট আনছেন পরিচালক। তবে এবার প্রেক্ষাগৃহে নয়, ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার-৩’ নাকি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে এ সিনেমা। এখানেই শেষ নয়, করণ জোহরের এ সিনেমার হাত ধরে ওটিটিতে পা রাখছেন শানায়া কাপুর।

এবার শোনা যাচ্ছে, করণ জোহর ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার-৩’ দিয়ে একটি ওয়েব সিরিজ তৈরি করতে চলেছেন। সিরিজে মূল চরিত্রে অভিনয় করবেন সঞ্জয় কাপুরের কন্যা। এটিই তাহলে তার প্রথম ওটিটিতে কাজ হবে। শোনা যাচ্ছে সিনেমার ফ্র্যাঞ্চাইজিকে ডিজনি প্লাস হটস্টারের সঙ্গে হাত মিলিয়ে ওয়েব সিরিজে পরিণত করবেন তিনি।

মোহনলালের ‘ভ্রুসভা’র হাত ধরে অভিনয় জগতে শিগগির পা রাখতে চলেছেন শানায়া। অভিনেত্রীর বাবা-মা সঞ্জয় ও মহীপ কাপুরের ঘনিষ্ঠ বন্ধু করণ জোহর, শানায়ার প্রথম সিনেমার কথা পোস্ট করে তাকে শুভেচ্ছাও জানিয়েছেন।

অন্যদিকে করণ জোহর আপাতত ব্যস্ত তার পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ নিয়ে। ৭ বছরের বিরতির পর ফের পরিচালকের আসনে বসতে চলেছেন কর্ণ। ২৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রণবীর সিংহ, আলিয়া ভাট অভিনীত এ সিনেমা। আশা করা যাচ্ছে এটি দর্শকরা পছন্দ করবে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss