spot_img

২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন অভিনেতা ডিপজল

চিকিৎসার জন্য আবারও সিঙ্গাপুরের উদ্দেশে উড়াল দিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। বুধবার (৯ আগস্ট) রাতে ঢাকা ছাড়েন তিনি।

এক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন অভিনেতা। তিনি লেখেন, ‘আসসালামু আলাইকুম। চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছি। দেশবাসীর কাছে দোয়া প্রার্থী।’

এই পোস্টের মন্তব্যের ঘরে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন। চিকিৎসা শেষে শিগগির দেশে ফেরার প্রার্থনা করেছেন অনেকেই।

এর আগে, গত ৩১ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে চোখের অপারেশন হয় ডিপজলের। এবার রুটিন চেকআপ নাকি অন্যকোনো সমস্যার কারণে সিঙ্গাপুর গেলেন সে বিষয়ে অবশ্য খোলাসা করেননি অভিনেতা।

উল্লেখ্য, ডিপজলকে সবশেষ দেখা গেছে ‘যেমন জামাই তেমন বউ’ ছবিতে। এতে তার বিপরীতে অভিনয় করেন নবাগত চিত্রনায়িকা মৌ খান। ডিপজলের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেন মনতাজুর রহমান আকবর। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে ডিপজল অভিনীত বেশ কিছু সিনেমা।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss