spot_img

১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বাংলাদেশে ছাড়পত্র পেল শাহরুখের ‘জওয়ান’

বলিউড বাদশা শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমাটি বাংলাদেশের সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। সে হিসেবে ভারতসহ অন্যান্য দেশের মতো বাংলাদেশের সিনেমা হলগুলোতেও দেখা যাবে সিনেমাটি।

‘জওয়ান’র আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুন এ তথ্য নিশ্চিত করেন।

সিনেমাটি বাংলাদেশে আমদানি করেছে অ্যাকশন কাট। প্রতিষ্ঠানটির সঙ্গে সিনেমাটি আমদানিতে যুক্ত আছে রংধনু গ্রুপও। অনন্য মামুন বলেন, আমরা সিনেমাটি আন্তর্জাতিক মুক্তির দিনে বাংলাদেশের দর্শকদের দেখাতে প্রস্তুত।

‘জওয়ান’ নির্মিত হয়েছে শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে। ছবিটি পরিচালনা করেছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় নির্মাতা অ্যাটলি কুমার। সিনেমাটি প্রযোজনা করেছেন শাহরুখের স্ত্রী গৌরি খান। ৩০০ কোটি বাজেট ব্যয়ে নির্মিত সিনেমাটি শাহরুখের দীর্ঘ ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল ছবি।

‘জওয়ান’ সিনেমায় শাহরুখের বিপরীতে আছেন দক্ষিণ ভারতীয় সিনেমার তারকা নয়নতারা। পাশাপাশি নেতিবাচক ভূমিকায় দেখা যাবে খ্যাতনামা অভিনেতা বিজয় সেথুপতিকে। সেই সঙ্গে সঞ্জয় দত্ত, ‘দ্য ফ্যামিলি ম্যান’ খ্যাত প্রিয়ামনি, ‘দঙ্গল’ খ্যাত সানিয়া মালহোত্রা, কমেডি তারকা সুনীল গ্রোভারকে। বিশেষ একটি দৃশ্যে দেখা যাবে দীপিকা পাডুকোনকেও। হিন্দির পাশাপাশি ‘জওয়ান’ সিনেমাটি তামিল ও তেলুগু ভাষায়ও মুক্তি পাবে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss