মালায়লম ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী রেঞ্জুষা মেননের ঝুলন্ত মরদেহ নিজ ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) তার মরদেহ উদ্ধার। পুলিশের ধারণা, আত্মহত্যা করেছেন এই অভিনেত্রী।
ফ্ল্যাটে স্বামীর সঙ্গেই থাকতেন রেঞ্জুষা। স্বামীও বিনোদনের সঙ্গে সংশ্লিষ্ট। অভিনেত্রীর এই রহস্যজনক মৃত্যুতে স্বামীকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জানানো হয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেও বিষয়টি আরও স্পষ্ট হবে।
এদিকে অভিনেত্রীর মায়ের দাবি, বেশ কিছুদিন ধরে আর্থিক সংকটে ভোগার কারণে আত্মহত্যা করে থাকতে পারেন তিনি।
চস/স