কলকাতায় লেগেছে ফাল্গুনের ছোঁয়া, অর্থাৎ দোল উৎসব । আর ফাগুনের এই দোল উৎসবে মেতেছেন অভিনেতা-অভিনেত্রীরাও।
দেখে নিন টালিউডের কে কীভাবে কাটালেন এবারের দোল উৎসব।
রাজ-শুভশ্রী
রাজের ইনস্টা ফিডে দেখা গেল অনকেটা ঘরোয়াভাবেই দোল উৎসব পালন করেছেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলি দম্পতি। একই রঙের পোশাকে রাঙিয়ে দিলেন একে অপরকে। লাল আবিরে শুভশ্রীর কপালে দেখা গেল বসন্তের ছোঁয়া। রাজের টি-শার্টও আবির-মাখা।
প্রিয়াঙ্কা সরকার
প্রিয়াঙ্কা সরকার শুরু করেছিলেন বাঘাযতিন তরুণ সংঘের প্রভাতফেরি দিয়ে। এরপর ছেলে এবং পরিচিত বন্ধু-বান্ধবদের নিয়ে সামিল হলেন রং খেলায়।
আরো পড়ুন: ইনস্টাগ্রামে তারকারা
পাওলি দাম
কখনও এলোচুলে মালা গাঁথছেন আবার কখনও বা অলস দুপুরে বসন্তের রোদে সেঁকে নিচ্ছেন হাত-পা। অভিনেত্রী পাওলি দাম বসন্ত উৎসবে ধরা দিলেন অন্য মেজাজে।
শ্রাবন্তী চট্টোপাধ্যায়
অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ছবি পোস্ট করেছেন স্বামী রোশনের সাথে। অন্য একটি ছবিতে দেখা গেছে- ছেলে ঝিনুকের সঙ্গে লাল আবির মেখে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন শ্রাবন্তী।
ঋতাভরী চক্রবর্তী
কলকাতায় মুক এবং বধির শিশুদের একটি সংস্থা আছে ঋতাভরী চক্রবর্তীর। তাদের সঙ্গেই দোল খেললেন ঋতাভরী।
মিমি চক্রবর্তী
সংসদ সদস্য ও অভিনেত্রী মিমি চক্রবর্তী মায়ের সঙ্গে মেতে উঠলেন দোলের উৎসবে।
চস/সোহাগ