spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বিতর্কিত গায়ক নোবেলকে নেওয়া হয়েছে রিহ্যাবে

বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেল দিন দিন মাদকাসক্ত হয়ে পড়ায় পুনর্বাসনকেন্দ্রে (রিহ্যাব) ভর্তি করানো হয়েছে বলে জানিয়েছে এই গায়কের পারিবারিক সূত্র।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) নোবেলকে ঢাকার নিকটবর্তী একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। মাদকে আসক্ত, নানা বিতর্কিত ঘটনার জেরেই নোবেলকে রিহ্যাবে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

সম্প্রতি খুলনার একজন তরুণীকে বিয়ের দাবি জানান নোবেল। এরপর ওই তরুণী জানান, নোবেলকে বিয়ে করেননি তিনি। বরং তার ইচ্ছের বিরুদ্ধে বিভিন্ন কাণ্ড ঘটিয়েছেন এই গায়ক।

যদিও ওই তরুণীর স্বামীর দাবি, নিজের স্ত্রীকে নোবেলের কাছ থেকে ফিরিয়ে আনতে গিয়ে দেখেন দু’জন একসঙ্গে মাদক সেবন করছেন। এমনকি তার কাছে ফিরে আসতেও আপত্তি জানান স্ত্রী ফারজান আরশি।

এ ঘটনার পর ওই তরুণী এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন, নোবেলের সাথে আমার বিয়ে হয়নি বা কোনো সম্পর্কও নেই। নোবেলের স্ত্রী সালসাবিল আপু এবং সে নিজেই বিষয়গুলো পরিষ্কার করে দিয়েছেন। যা আপনার বিভিন্ন নিউজে দেখতে পেয়েছেন। আমি যদি নিজের ইচ্ছায় নোবেলের কাছে চলে আসতাম তাহলে স্বামীর সঙ্গে থাকা সব ছবি-ভিডিও ডিলিট করে দিয়েই যেতাম।’

ফারজান আরশি আরও লেখেন, ‘আমি বাসা থেকে এক কাপড়ে বের হয়েছিলাম, যে নোবেলের সঙ্গে দেখা করে চলে আসব। আমার সাথে এক বান্ধবীও ছিল। অনেক ব্যাপার আছে যেটা আপনারা জানেন না। তাই দয়া করে কোনো উল্টাপাল্টা সংবাদ করবেন না।’

বর্তমানে নিজ বাসায় আছেন জানিয়ে আরশি বলেন, ‘আমি নিজের বাড়ি খুলনাতেই আছি। একটু সুস্থ হয়ে আজকেই লাইভে এসে সব বিষয় পরিষ্কার করব। নোবেলের সাথে আমার বিয়ে হয়নি। আমি এখনও নাদিম আহমেদের স্ত্রী। দয়কারে আমাকে সবাই একটু সময় দিন।’

সবশেষ ফারজানা আরশি লেখেন, ‘যারা আমাকে চেনেন তারা অন্তত বুঝবেন। দুইদিন আগে আমি আমার স্বামীকে নিয়ে ছবি তুলে পোস্ট করলাম, দুইদিনে এমন কী হলো সেটাই আমাকে বলতে দিবেন। যদি যাওয়ার ইচ্ছাই থাকতো তাহলে সবকিছু ডিলিট করে দিয়ে যেতাম।’

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss