spot_img

১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

রাজনীতিতে আসছেন তামিলের জনপ্রিয় অভিনেতা বিজয়

অভিনেতা থেকে নেতা হওয়ার জার্নি শুরু হতে চলেছে আরও এক চলচ্চিত্র তারকার। জানা গেছে, তামিলনাডুর জনপ্রিয় অভিনেতা বিজয় নতুন রাজনৈতিক দল তৈরি করেছেন। শিগগিরই প্রকাশ্যে আসছে তাঁ দলের নাম। যে দল তৈরি হচ্ছে, তার ২০০ সদস্য এরইমধ্যে বিজয়কেই দলের সভাপতি হিসেবে মনোনীত করেছে।

এর আগেও বহু অভিনেতা, অভিনেত্রী অভিনয়ের সঙ্গেই রাজনীতির আঙিনায় এসেছেন। এবার সেই তালিকায় নাম জুড়তে চলেছে বিজয়ের।

নতুন দলের সদস্যদের মধ্যেই একজন ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তারা নির্বাচন কমিশনে নিবন্ধন করার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি তৈরি হয়েছে, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ মনোনীত হয়েছে বলেও জানা গেছে।

২০২৬ সালে তামিলনাডুতে বিধানসভা নির্বাচন। নতুন দলের লক্ষ্য ওই নির্বাচনে অংশগ্রহণ করা। যদিও দলের নাম জানা যায়নি এখনও, তবে সূত্রের খবর, দলের নামের মধ্যে কজগম শব্দটি থাকবেই, তামিলনাডুর ঐতিহ্যের সঙ্গে সঙ্গতি রেখে।

সূত্র : আজকাল

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss