পেপার রাইম ব্যান্ডের ভোকাল আহমেদ সাদ মারা গেছেন। বুধবার রাত ২টার দিকে তিনি ঢাকার একটি হাসপাতালে মারা যান।
মারা যাওয়ার বিষয়টি একটি ভিডিও বার্তার মাধ্যমে নিশ্চিত করেছেন লেখক ও সাংবাদিক হক ফারুক। তিনি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে মৃত্যুর খবরটি জানিয়েছেন।
তিনি বলেন, আমি নিজেও সাদ ভাইয়ের গানের অত্যন্ত ফ্যান। বাংলাদেশে যত জন মিষ্টি গলার ব্যান্ড শিল্পী রয়েছেন তাদের মধ্যে সাদ ভাই একজন। তিনি বাংলা রক মিউজিকে মেলোডিয়াস কণ্ঠের জাদুকর ছিলেন।
একটি সময়ে তার গাওয়া ’অন্ধকার ঘরে’ গানটি সবার মুখে মুখে ছিল। এই গানটি তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল। তার চলে যাওয়া দেশের জন্য অনেক বড় ক্ষতি বলে মনে করছেন ফারুক।
চস/স