spot_img

২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মাস্কমুখে হাসপাতালে রাধিকা!

মুখে মাস্ক পড়ে হাসপাতালের বেঞ্চে বসে রয়েছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। নিজের ইনস্টাগ্রামে এমনই একটি ছবি পোস্ট করেছেন তিনি। আর তাতেই ভীষণ চিন্তায় মজেছেন রাধিকার ভক্ত-অনুরাগীরা।

আরো পড়ুন: করোনায় মারা গেলেন মার্ক ব্লাম

তবে কী করোনায় আক্রান্ত হলেন তিনি? কিছু দিন আগেই লন্ডনে স্বামীর কাছে গেলেন এই অভিনেত্রী। করোনা আতঙ্কের এই সংকটময় সময়ে সেখানেই রয়েছেন তিনি।

এদিকে গোটা ইউরোপ জুড়ে করোনা সংক্রমণ ক্রমশ বেড়েই চলছে। তাই রাধিকা ওই ছবি পোস্ট করতেই ভক্তদের মনে জেগেছে নানা প্রশ্ন!

যদিও সমস্ত জিজ্ঞাসা ও দ্বন্দ্বের ইতি টেনেছেন রাধিকা নিজেই। হ্যাশট্যাগ দিয়ে তিনি লেখেন, #নট ফর কোভিড ১৯।

রাধিকার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, চেকআপের জন্যই হাসপাতালে যেতে হয়েছে তাকে। তেমন গুরুতর কিছু নয়।

তবুও ভক্তদের মধ্যে সন্দেহ যেনো রয়েই গেলো। কারণ, ওই পোস্টের কমেন্ট বক্সে এসেছে প্রচুর মন্তব্য। সবারই একটাই বক্তব্য- টেক কেয়ার রাধিকা।

Latest Posts

spot_imgspot_img

Don't Miss