spot_img

২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মারা গেলেন অভিনেতা চিরঞ্জিবী সরজা

ভারতের কন্নড় সিনেমার জনপ্রিয় তারকা চিরঞ্জিবী সরজা মারা গেছেন। মৃত্যুর সময় এ অভিনেতার বয়স হয়েছিল মাত্র ৩৯ বছর। জনপ্রিয় এ তারকার অকাল মৃত্যুতে কন্নড় চলচ্চিত্রাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে পড়েছে।

জানা গেছে, হঠাৎ শ্বাসকষ্ট ও বুকে ব্যথা উঠলে তিনি দ্রুত বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি হন। রোববার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই অভিনেতা। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছেন।

২০০৯ সালে ‘ভয়োপুত্র’ সিনেমার মাধ্যমে কন্নড় চলচ্চিত্রাঙ্গনে অভিষেক হয় চিরঞ্জিবীরের। এরপর তিনি একে একে বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। তার অভিনীত জনপ্রিয় ছবির তালিকায় রয়েছে- চির্রু, চন্দ্রলেখা, ভারজারি, আম্মা আই লাভ ইউ, সিনগা।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss