spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বাংলাদেশের বিজ্ঞাপনে আসছেন সালমান খান

বলিউড মেগাস্টার সালমান খানকে এবার দেখা যাবে বাংলাদেশের বিজ্ঞাপনে। পেপসি বাংলাদেশের শুভেচ্ছাদূত হয়েছেন তিনি। গত ১১ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিষ্ঠানটি সালমান খানের একটি বিজ্ঞাপন প্রকাশ করে। বাংলায় ডাব করা বিজ্ঞাপনে সালমানকে বলতে শোনা যায়, প্রতি চুমুকে সোয়াগ।

এ প্রসঙ্গে সালমানের ভাষ্য, বাংলাদেশে পেপসির শুভেচ্ছাদূত হতে পেরে আমি খুবই আনন্দিত। দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষ আমাকে অসামান্য ভালোবাসা দিয়েছেন।

আরো পড়ুন: ধর্ম পালনে মিডিয়াকে সুজানার ‘গুডবাই’!

যোগ করে এই সুপারস্টার বলেন, আমি মনে করি পেপসির সঙ্গে নতুন এই যাত্রায়ও আমি এখানকার মানুষের সেই ভালোবাসা পাবো। নতুন এই ক্যাম্পেইন দেশব্যাপী ভোক্তাদের মধ্যে আলোড়ন সৃষ্টিতে সক্ষম হবে বলে বিশ্বাস করি।

এদিকে সালমান খান নিজের ফার্ম হাইজে বিগ বস ১৪-এর প্রমোর শুটিং শুরু করবেন বলে জানা গেছে। ১৪ জুন বিগ বসের এবারের আসরের ঘোষণা হবার কথা ছিল কিন্তু ভারতে লকডাউনের কারণে তা পিছিয়ে দেয়া হয়েছে।

ধারনা করা হচ্ছে, এই শো শুরু হতে মাস খানেক সময় লাগবে। এরই মধ্যে প্রমোর শুটিং শেষ করবেন সালমান।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss