spot_img

৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

আজ প্রিয়জনকে গোলাপ দেয়ার দিন

প্রতিবছর ৭ ফেব্রুয়ারি রোজ ডে পালিত হয়। সে হিসাবে আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রোজ ডে। এই দিন থেকেই শুরু হয় প্রেমসপ্তাহ। অবশ্য বছরে আরও একটি রোজ ডে থাকে। সেটা ‘ওয়ার্ল্ড রোজ ডে’ নামে পরিচিত। তবে, সেই দিনটি বিশ্ব ক্যানসার রোগীদের জন্য উৎসর্গ।

কিন্তু, গোলাপ আর প্রেমের যে মাখোমাখো ভাব, সেকথা মাথায় রেখে ৭ ফেব্রুয়ারিকেই প্রেমের দুনিয়া কুর্নিশ জানায়। লাল গোলাপ হলো ভালোবাসার প্রতীক। সৌন্দর্যের দেবী ভেনাসের থেকে গোলাপ প্রেমের প্রতীক হয়ে ওঠে। প্রতিবছর ৭ ফেব্রুয়ারি রোড ডে পালিত হয়।

ইতিহাস যা বলছে-

এমনটা মনে করা হয় যে, রোমান সাম্রাজ্যের যুগে প্রেম এবং সৌন্দর্যের দেবী ভেনাসের থেকে গোলাপ প্রেমের প্রতীক হয়ে ওঠে। রোমানরা বিশ্বাস করতেন যে গোলাপ হলো দেবী ভেনাসের ফুল। যা প্রেম এবং আবেগের প্রতীক।

মধ্যযুগে, রোজ ডে প্রেমিকদের অনুভূতি প্রকাশের মাধ্যম হয়ে ওঠে। নাইটরা তাদের সঙ্গিনীদের আনুগত্যের প্রতীক হিসেবে গোলাপ উপহার দিতেন। ১৭ শতকের ইংল্যান্ডে, রোজ ডে হয়ে ওঠে ছুটির দিন। এই দিনটিতে বিশেষ করে রোমান্টিক কবিতা এবং গান চর্চা হত। রানি ভিক্টোরিয়ার যুগে প্রেমিক-প্রেমিকারা ভালোবাসা প্রকাশের জন্য পরস্পরকে লাল গোলাপ উপহার দিতেন।

শুধু তাই নয়, কথিত আছে মোগল সম্রাজ্ঞী নুরজাহান নিজেও লাল গোলাপ পছন্দ করতেন। তাকে ভালোবেসে বিয়ে করেছিলেন মোগল সম্রাট জাহাঙ্গির। তিনি তার বেগমকে খুশি রাখতে প্রতিদিন একটন তাজা গোলাপ নুরজাহানকে পাঠাতেন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss