spot_img

৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

এসএ গেমসে স্বর্ণপদক জিতলেন দীপু চাকমা

দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসের ত্রয়োদশ আসরে ব্রোঞ্জ পদক জয়ের পর এবার স্বর্ণপদক পেল বাংলাদেশ।

কাঠমান্ডু-পোখারায় চলমান ১৩তম আসরের তায়কোয়ান্দোতে স্বর্ণ পদক পেলেন বাংলাদেশের দীপু চাকমা।

২ ডিসেম্বর, সোমবার সকালে এ পদক পেয়েছেন দীপু। তায়কোয়ান্দো ২৯+ পোমসে ইভেন্টে সোনা জেতেন তিনি। ভারতের প্রতিযোগীকে হারিয়ে আনন্দে ভাসেন রাঙামাটির দীপু! পোডিয়ামে দাঁড়াতেই বেজে ওঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এবারের গেমসে বাংলাদেশের এটিই প্রথম স্বর্ণপদক!

দীপু চাকমা বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছেন ২০০৫ সাল থেকে। এই সাফল্যের পর জানাচ্ছিলেন, ‘এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। সব সময় দেশকে কিছু দিতে চেষ্টা করেছি। এবার স্বপ্ন পূরণ হলো।’

বাংলাদেশকে প্রথম পদক এনে দেন হোমায়রা আক্তার অন্তরা। মেয়েদের কারাতের কাতা ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন তিনি।
ব্রোঞ্জজয়ী অন্তরা ও হাসান খান

সোমবার, ২ ডিসেম্বর মেয়েদের একক কাতায় ৫ জন প্রতিযোগীর মধ্যে তৃতীয় হন অন্তরা। এই ইভেন্টে স্বর্ণ পাকিস্তানের, রৌপ্য নেপালের।

ছেলেদের কারাতের একক কাতায় চারজন প্রতিযোগীর মধ্যে তৃতীয় হয়ে ব্রোঞ্জপদক জিতেছেন হাসান খান।

এদিকে এস এ গেমসে প্রথম স্বর্ণপদক পাওয়া তায়কোয়ান্দোর দীপু চাকমাকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss