spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

পুতিনকে কখনোই বিশ্বাস করবেন না: পেট্রো পোরোশেঙ্কো

রাশিয়ার ভ্লাদিমির পুতিনের কোনো কথাই কখনো বিশ্বাস করবেন না। তার সঙ্গে সব বৈঠক এড়িয়ে চলুন। শুক্রবার ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেট্রো পোরোশেংকো তার উত্তরসূরিকে এমন পরামর্শ দিয়েছেন।

এই বছরের সমীক্ষায় ভোলোডাইমার জেলেনস্কির কাছে পরাজিত পোরোশেঙ্কো একটি সম্পাদকীয়তে লিখেছেন, ‘পুতিনকে বিশ্বাস করবেন না। কখনো না এবং কোনকিছুতেই। পুতিন সবকিছুতে নিজের স্বার্থের জন্য হস্তক্ষেপ করেন। তিনি ইউক্রেন এবং ইউক্রেনবাসীদের ঘৃণা করেন।’

ইউক্রেনের একটি দৈনিক অনলাইনে পোরেশেংকো আরো লিখেছেন, আমি আন্তরিকভাবে পরামর্শ দেই পুতিনের সঙ্গে বৈঠক এড়িয়ে চলুন। এটি যদি সম্ভব না হয় তাহলে তার কেজিবি (রাশিয়ার নিরাপত্তা সংস্থা) হেরফের ও চাটুকারিতা প্রতিরোধ করুন।

পেট্রো পোরেশেংকো এমন সময় এই পরামর্শ দিলেন যখন আর তিন দিন পরই জার্মানির অ্যাঞ্জেলা মের্কেল এবং ফ্রান্সের এমানুয়েল ম্যাক্রোঁয়ের মধ্যস্থতার মধ্য দিয়ে ইউক্রেনের বিরোধের বিষয়ে দেশটির বর্তমান প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক হওয়ার কথা।

এদিকে গত মাসে পুতিন জেলেন্সকির প্রশংসা করে তাকে ‘পছন্দসই’ এবং ‘আন্তরিক’ বলে উল্লেখ করেছেন।

শুক্রবার তার মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, রাশিয়ান নেতা একটি বিশেষ পরিকল্পনা নিয়ে প্যারিসে যাচ্ছেন। তিন রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার পাশাপাশি ইউক্রেনের সংঘাত নিয়ে একসঙ্গে আলোচনা করবেন।

সূত্র: এনডিটিভি

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss