spot_img

২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার
৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

এবারও ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা: প্রধানমন্ত্রী

আজ সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা ২০২৩ এর ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফলে পাসের হারে এবারও ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা। রোববার (২৬ নভেম্বর) সকাল সোয়া ১০টার পর গণভবনে ফল প্রকাশ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ছেলেদের থেকে মেয়েরা ৩.৮১ পয়েন্ট বেশি এগিয়ে আছে। এছাড়া জিপিএ’তেও এগিয়ে আছে ছাত্রীরা। একসময় তো মেয়েদের পড়াশোনাই করতে দিত না। অনেক দেশে এখনও দেয় না। তবে আমরা এগিয়ে যাচ্ছি।

এছাড়াও ছাত্রদেরকে পড়াশোনার বিষয়ে আরও গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এক সময় জেন্ডার সমতা নিয়ে খুব কথা হতো। এখন দেখছি ছেলেরা পিছিয়ে পড়ছে। কিন্তু ছেলেরা কেন পিছিয়ে থাকলো এটা খুঁজে বের করতে হবে। প্রতিবারই দেখি মেয়েদের পাশের হার বেড়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, নির্ধারিত সময়ে ফলাফল প্রকাশ পাওয়ায় আন্তরিক ধন্যবাদ। জ্বালাও পোড়াও এর মধ্যে যে আপনারা যথা সময়ে কাজটি করতে পেরেছেন এটি বড় ব্যাপার। এজন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সবার প্রচেষ্টায় আমরা এটি করতে পেরেছি।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর দেশের ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। গত বছর অর্থাৎ ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার ৭ দশমিক ৩১ শতাংশ কমেছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss