চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন এলাকা থেকে ১৯২০ কার্টন বিদেশি সিগারেটসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- কুমিল্লা জেলার মুরাদনগর থানার কেয়টগ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. আমিরুল ইসলাম (৩২) ও একই এলাকার মো. হারুনর রশিদের ছেলে মো. আবু মুছা (৩৬)।
রবিবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় রিয়াজ উদ্দিন বাজারস্থ তিন পুলের মাথার কাঁচাবাজারের মুখ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উপ-পরিদর্শক (এসআই) মো. সাদ্দাম।
তিনি জানান, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে মোট ১২টি বস্তায় ১২০০ কার্টন সিলভার ও গোল্ড ফ্লেভারের ওরিস সিগারেট এবং ৭২০ কার্টন মালবোরো গোল্ড সিগারেট উদ্ধার করা হয়।
এসব সিগারেটের আনুমানিক মূল্য ২১ লাখ ১২ হাজার টাকা। এসময় এসব সিগারেট পরিবহনে ব্যবহৃত একটি ভ্যানগাড়িও জব্দ করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
চস/স