spot_img

২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়ল দুই শতাধিক ঘর

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের ভয়াবহ আগুনে প্রায় দুই শতাধিক ঘর পুড়ে ছাই হয়েছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে শনিবার (১ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পটির ডি-৩ ব্লকের কাঁঠালতলী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় দুপুর ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই দুই শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের অধিনায়ক মো. আমির জাফর।

স্থানীয়দের বরাত দিয়ে আমির জাফর জানান, দুপুরে ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের কাঁঠালতলী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন কাঁঠালতলী বাজারসহ ক্যাম্পের আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এপিবিএন পুলিশ তাৎক্ষণিক উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনে অবহিত করে।

পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে প্রায় দুই শতাধিক ঘর পুড়ে ছাই হয়েছে। আগুনের সূত্রপাতের পাশাপাশি কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান মো. আমির জাফর।

এর আগে, শুক্রবার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে একই ক্যাম্পের ডি ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৯ ইউনিটের ৫ ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ওই ক্যাম্পের ৩ শতাধিক শেড পুড়ে ছাই হয়ে যায়।

চস/স

 

Latest Posts

spot_imgspot_img

Don't Miss