ফেনী-০২ (সদর) আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ফেনী শহরের মাস্টার পাড়া এলাকায় কয়েকশো কোটি টাকা খরচ করে বাংলোবাড়ি করেছিলেন ।
কথিত আছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্য নেতারা ফেনী-নেয়াখালী এলে নিজাম হাজারীর এ বাড়িতেই সময় কাটাতেন।
ফেনীর এই বাড়িতে ভিআইপিরাই শুধু প্রবেশ করতে পারতেন। সে কারণেই স্থানীয়রা এ বাড়িকে ‘ফেনীর গণভবন’ বলে জানতেন।
শেখ হাসিনার পদত্যাগের খবরের ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে উত্তেজিত জনতা।
সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টার দিকে শহরের মাস্টারপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
উত্তেজিত জনতা দুপুর থেকে মাস্টারপাড়ায় এমপি নিজাম হাজারীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এর আগেই বাড়ি থেকে চলে যান নিজাম হাজারী।
এছাড়া শহরের বাঁশপাড়ায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের কার্যালয়, পিটিআই স্কুল, ফেনী পৌরসভা, স্টেশন রোডের জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়, দাগনভূঞা-ছাগলনাইয়া থানা ও শহরের আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়।
চস/স