spot_img

৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগের আরও ৪৩ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আরও ৪৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। 

মঙ্গলবার (১৮ সেপ্টম্বর) রাত ১২ টা থেকে রাত ১১:৫৯ পর্যন্ত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হল ডবলমুরিং মডেল থানার আসামী ১। মোঃ ইউসুফ (৫১), ২। মোঃ নুর ইসলাম প্রকাশ রিপন (২০), ৩। মোঃ রিফাত (১৯), ৪। মোঃ ইয়াসিন আরাফাত (১৯), বাকলিয়া থানার আসামী ৫। মোঃ কামাল (৪২), ৬। ইমন (২৭), ৭। মোঃ তারেক (৩৪), বন্দর থানার আসামী ৮। মোঃ জাকারিয়া (৩৬), পাঁচলাইশ মডেল থানার আসামী ৯। মোঃ রুবেল (২৫), ১০। মোঃ আব্দুল্লাহ (২০), ১১। জাহিদ হাসান (২১), ১২। মোঃ শরিফ (২৮), ১৩। মোঃ ইসমাইল (১৯), ১৪। মোঃ সুজন (৩৩), আনোয়ারা থানার বারশত ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ১৫। তাসকিন আহমেদ জালাল (২৬), কর্ণফুলী থানার আসামী শিকলবাহা ইউপি, ০৬ নং ওয়ার্ড এর, সাংগঠনিক সম্পাদক ১৬। মোহাম্মদ ইয়াছিন (৩৯), কোতোয়ালী থানার আসামী ১৭। মেহেদী হাসান সানজিম (২৫), ১৮। মোঃ তৈহিদুল ইসলাম (৩০), ১৯। আব্দুল শুক্কুর (২৮), ২০। মোঃ রুবেল (২০), ২১। মোঃ আরিফ হোসেন (১৯), চকবাজার থানার আসামী ২২। মোহাম্মদ নাইম উদ্দিন (২৪),

ইপিজেড থানার আসামী ২৩। আলমগীর হোসেন (৩২), আকবরশাহ্ থানার আসামী ২৪। মোঃ বেলাল হোসেন প্রঃ রুবেল (৩৫), ২৫।  মোঃ ইসমাইল (৪৫), ২৬। মোঃ রাসেল (২৭), ২৭। মোঃ শামীম (৩৫), সোনাগাজী থানার ১নং চর মজলিসপুর ইউনিয়ন এর যুবলীগের সভাপতি ২৮। আনোয়ার হোসেন প্রকাশ-আনোয়ার খায়ের (৪২), পতেঙ্গা মডেল থানার আসামী ২৯। মোঃ মনির (২৮), খুলশী থানার আসামী ৩০।  মোঃ সালাউদ্দিন (৩৩), ৩১। মোঃ সোহেল (৩৪), পাহাড়তলী থানার আসামী ৩২। মোঃ আব্দুল হালিম (৪৯), চান্দগাঁও থানার আসামী ৩৩। মুন্নাফ হোসেন (২৮), হালিশহর থানার আসামী ৩৪। মো: মোক্তার চৌধুরী (৩৪), ৩৫। মো: শফিউল আলম রাকিব (২৬), ৩৬। মোঃ বাবুল মিয়া (৩৫), ৩৭। মো: রিয়াদ (২৭), ৩৮। মো: শাহরিয়ার (৩৩), ৩৯। মো: ইকবাল হোসেন (২৫) ও বায়েজিদ বোস্তামী থানার আসামী ৪০। মোঃ বাদশা ফয়সাল (২৯), ৪১। শাওন প্রঃ বাবু (২৫), ৪২। মোঃ কামাল (২৪), ৪৩। মোঃ হৃদয় (২৫) সহ সর্বমোট ৪৩ (তেতাল্লিশ) জনকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য যে, উপরোক্ত আসামীদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা সহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss