spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিজ্ঞপ্তি

সর্বশেষ

বাংলাদেশ শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে: ফায়ার সার্ভিস

বাংলাদেশ শক্তিশালী ভূমিকম্পের উচ্চঝুঁকিতে রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। সম্ভাব্য ঝুঁকির কথা মাথায় রেখে ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে সতর্কতামূলক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

শনিবার (২৯ মার্চ) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।

গতকাল (শুক্রবার) মিয়ানমার ও থাইল্যান্ডে একটি শক্তিশালী ভূমিকম্প সংঘটিত হওয়ার পর এই সতর্কতা জারি করে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিয়ানমারে সাত দশমিক সাত মাত্রার একটি ভূমিকম্প ও পরে কয়েকটি আফটারশক (পরাঘাত) হয়েছে, যার একটির মাত্রা ছিল ছয় দশমিক চার।

একই মাত্রার ভূমিকম্প বাংলাদেশেও হতে পারে বলে আশঙ্কা রয়েছে। বিশেষত চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা অঞ্চল উচ্চঝুঁকির মধ্যে রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ঝুঁকি মোকাবিলার জন্য সব পর্যায়ে পূর্বপ্রস্তুতি গ্রহণ ও সচেতনতা তৈরির আহ্বান জানিয়ে বেশকিছু নির্দেশনা দিয়েছে অধিদপ্তরটি।

নির্দেশনাতে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ অনুযায়ী ভূমিকম্প প্রতিরোধী ভবন নির্মাণ, ঝুঁকিপূর্ণ ও পুরোনো ভবনগুলোর সংস্কার ও শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, সব বহুতল ও বাণিজ্যিক ভবনে অগ্নি-প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা, ইউটিলিটি সার্ভিস, যেমন: গ্যাস, পানি ও বিদ্যুতের লাইন ঠিকঠাক আছে কিনা তা নিশ্চিত করা, ভূমিকম্প চলাকালীন সময়ে ব্যক্তি, প্রতিষ্ঠান ইত্যাদি পর্যায়ে বিভিন্ন করণীয় সম্পর্কে নিয়মিত মহড়া অনুশীলন ও প্রচারের ব্যবস্থা করা, জরুরি টেলিফোন নম্বর যেমন ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, পুলিশ, হাসাপাতাল ও অন্যান্য জরুরি নম্বর ব্যক্তিগত পর্যায়ের পাশাপাশি সকল ভবন বা স্থাপনায় সংরক্ষণ করা এবং তা দৃশ্যমান স্থানে লিখে রাখা, ভলান্টিয়ার প্রশিক্ষণ গ্রহণ করে দুর্যোগকালীন কার্যকর ভূমিকা রাখার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

পাশাপাশি জরুরি প্রয়োজনীয় ব্যবহার্য সরঞ্জামাদি, যেমন: টর্চলাইট, রেডিও (অতিরিক্ত ব্যাটারিসহ), বাঁশি, হাতুরি, হেলমেট/কুশন, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ঔষধ সামগ্রী, ফার্স্ট এইড বক্স, শিশু যত্নের সামগ্রী ইত্যাদি বাসা-বাড়িতে নির্ধারিত স্থানে সংরক্ষণ করতে পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া ভূমিকম্প মোকাবিলায় সবাইকে সহায়তা করতে আহ্বান জানায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। যেকোনো প্রয়োজনে অধিদপ্তরের মিডিয়া সেলে (০১৭২২৮৫৬৮৬৭) যোগাযোগ করতে বলা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss