spot_img

২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বন্যায় ক্ষতিগ্রস্ত চার জেলায় ঘর বিতরণ করলেন প্রধান উপদেষ্টা

বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত চার জেলা চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও ফেনীতে বিশেষ আবাসন প্রকল্পে নির্মিত ঘর ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার কিছু পরে প্রধান উপদেষ্টা তার কার্যালয় থেকে ভার্চুয়ালি যোগ দেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, অস্বাভাবিক অবস্থাতে গৃহনির্মাণে গুণগত মান ঠিক রাখাটা চ্যালেঞ্জ ছিল। বাংলাদেশ সেনাবাহিনী পাশে ছিল বলে সে কাজ সহজ হয়েছে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে পেরে সত্যিই আনন্দিত। ভবিষ্যতে দুর্যোগের সময় তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

২০২৪ সালের আগস্ট-সেপ্টেম্বরে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যায় ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলা বেশি ক্ষতিগ্রস্ত হয়। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী তাদের ঘর নির্মাণ করে দেয়া হয়।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে চারটি জেলায় ৩০০টি ঘর নির্মাণ করা হয়েছে। যা নির্মাণে প্রায় ২৫ কোটি টাকা ব্যয় হয়েছে। এই প্রকল্পের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছিল প্রধান উপদেষ্টার অফিস।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss