spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে নিষিদ্ধ আমদানি ক্রিম ও সিগারেট জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর ব্যাগ থেকে নিষিদ্ধ আমদানি ক্রিম, সিগারেট ও মোবাইল ফোন উদ্ধার করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বুধবার (৯ জুলাই) রাত ৮টা ৫৫ মিনিটে আবুধাবি থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইটের তিন যাত্রীর কাছ থেকে এসব পণ্য জব্দ করা হয়েছে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বলেন, যাত্রী মো. রিপন, মো. মজিবুর রহমান, মো. তাজুল ইসলাম বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাদের তল্লাশি করা হয়। এসময় বিমানবন্দর এনএসআই টিম, বিমানবন্দর কাস্টমস, এভসেক ও বিমানবাহিনী টাস্কফোর্স তাদের ব্যাগ তল্লাশি করে ২৫০০ পিস আমদানি নিষিদ্ধ ক্রিম, ১০০ কার্টুন মন্ড সিগারেট, ৭ টি মোবাইল হ্যান্ডসেট ও ১ টি ল্যাপটপ জব্দ করা হয়েছে৷ এসব পণ্যের মধ্যে ১৪ লাখ ৯০ হাজার টাকা রাজস্ব ফাঁকি দেয়ার চেষ্টা করেছে তারা। প্রথমবারের মতো অভিযুক্ত হওয়ায় মালামাল আটক করে ৩জন যাত্রীকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss