spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

অন্তর্বর্তী সরকারের আমলে ১২৩ সংগঠনের ১ হাজার ৬০৪ অবরোধ: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ১২৩টি সংগঠন ১ হাজার ৬০৪ বার অবরোধ করেছে। রোববার সচিবালয় নিজ দপ্তরে আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার সহনশীলতার সঙ্গে সবার দাবি বিবেচনা করছে। কাউকে বাধা দিচ্ছে না। তবে, বিভিন্ন দাবিতে কেউ কেউ রাস্তা অবরোধ করে এতে শহরে যানজট বেড়ে যায়। এতে জনভোগান্তিও তৈরি হয়।

উপদেষ্টা আরো বলেন, সরকার চলে যাওয়ার পর রাজনৈতিক দলের মধ্যে যে ঐক্য ছিল সে ঐক্য ধরে রাখতে হবে। একটি রাজনৈতিক দল চেষ্টা করছে নির্বাচন বানচালের জন্য। তবে সেটি মোকাবিলা করতে হবে। তাদের একটি অংশ তো রয়ে গেছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss