প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক অনুষ্ঠানে ১২ তরুণকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করেছেন।
স্বেচ্ছাসেবামূলক কাজ ও তরুণ প্রজন্মের অনুপ্রেরণামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়। যুব কল্যাণ তহবিল আইন, ২০১৬ অনুযায়ী পাঁচটি ক্যাটাগরিতে নির্বাচিত বিজয়ীরা পেয়েছেন নগদ এক লাখ টাকা বা প্রাইজবন্ড, একটি সম্মাননা ক্রেস্ট ও একটি সার্টিফিকেট।
পুরস্কারপ্রাপ্তদের তালিকা:
যুব উন্নয়ন ও কর্মসংস্থান:
সুরাইয়া ফারহানা রেশমা (বগুড়া)
মো. আক্কাচ খান (মাগুরা)
মো. জাকির হোসেন (নোয়াখালী)
শিক্ষা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি:
মো. খালেদ সাইফুল্লাহ (ঝালকাঠি)
মো. শাহাদৎ হোসেন (গাইবান্ধা)
দেশপ্রেম, বীরত্ব ও সাহসিকতা:
মো. দ্বীপ মাহবুব (পাবনা)
হাসান শেখ (রাজশাহী)
জ্যেষ্ঠদের সেবা ও সমাজকল্যাণ:
মো. জামাল হোসেন (লালমনিরহাট)
নুরুল আবছার (কক্সবাজার)
মো. মুহিন (মোহনা) (রাজশাহী)
চস/স