অন্তর্বর্তী সরকার আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ‘অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ’ জাতীয় নির্বাচন আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে এই ঘোষণা দেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘‘আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ। তিনি বলেন, “দেশ এ জন্য সম্পূর্ণ প্রস্তুত।”
বাসস জানায়, সোমবার নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। বৈঠকে সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
বৈঠকে বাণিজ্য, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা, সার্কের পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট এবং ‘ঢাকাকে লক্ষ্য করে পরিচালিত ভ্রান্ত তথ্য প্রচার’সহ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক নানা বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা কক্সবাজারে আশ্রয় নিয়ে থাকা ১০ লাখের বেশি রোহিঙ্গার জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তা কামনা করেন। জবাবে মার্কিন কর্মকর্তারা জীবনরক্ষাকারী সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।
প্রধান উপদেষ্টা সার্ককে পুনরুজ্জীবিত করার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছেন। এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতির সঙ্গে সংযুক্তি বাংলাদেশের উন্নয়নকে দ্রুততর করবে বলে উল্লেখ করেন। নেপাল, ভুটান এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টা সার্জিও গোরকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছান প্রধান উপদেষ্টা। সফরসঙ্গীদের মধ্যে ছয় রাজনৈতিক নেতা রয়েছেন। আগামী ২৬ সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদে ভাষণ দেবেন।
চস/স