spot_img

২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রাম-১১: ১২ প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই–বাছাইয়ে বন্দর ও পতেঙ্গা এলাকা নিয়ে গঠিত চট্টগ্রাম–১১ আসনে চার প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।

মনোনয়নপত্র বাতিল হওয়া ৪ প্রার্থী হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নুর উদ্দিন, গণ অধিকার পরিষদের মুহাম্মদ নেজাম উদ্দীন, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর ভুঁইয়া ও বিএনপির বিদ্রোহী প্রার্থী এ কে এম আবু তাহের।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর আড়াইটায় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

এই আসনের বাকি আট জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।

বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীরের দাখিল করা এক শতাংশ ভোটারের মধ্যে ১০ জন ভোটারকে যাচাই করা হয়। এর মধ্যে পাঁচ জনের ঠিকানা সঠিক ও পাঁচ জনের ঠিকানা সঠিক ছিল না। যা যাচাই বিধিমালা-১১ অনুসারে মনোনয়ন বাতিল হিসেবে গণ্য হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নুর উদ্দিনের দলীয় মনোনয়ন ফর্মে প্রার্থীর নাম, ভোটার নম্বর ও নির্বাচনী এলাকা উল্লেখ ছিল না। তাই বাতিল করা হয়েছে।

গণ অধিকার পরিষদের মুহাম্মদ নেজাম উদ্দীনের কাছে সিটি করপোরেশনের ৯৭ হাজার টাকা পাওনা রয়েছে। যা পরিশোধ করা হয়নি। তাই বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

এছাড়াও বিএনপির বিদ্রোহী প্রার্থী এ কে এম আবু তাহের ঋণখেলাপী, দলীয় মনোনয়ন না থাকা এবং সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স আপডেট না থাকায় মনোনয়ন বাতিল হয়েছে।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, চট্টগ্রাম-১১ আসনে সোমবার মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিল। মঙ্গলবার থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। যাচাই-বাছাইকালে চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং আট জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।

বৈধ আট প্রার্থীরা হলেন, জামায়াতে ইসলামীর মোহাম্মদ শফিউল আলম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) দীপা মজুমদার, জাতীয় পার্টির আবু তাহের, গণফোরামের উজ্জ্বল ভৌমিক, বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ আবু তাহের, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মো. নিজামুল হক আল কাদেরী ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. আজিজ মিয়া।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য চট্টগ্রাম-১১ আসনে ২৩ জন মনোনয়ন সংগ্রহ করেন। এর মধ্যে ১২ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss