spot_img

২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মেসি-মারিয়া-দিবালাকে নিয়ে শক্তিশালী দল ঘোষণা করলো আর্জেন্টিনা

সকল জল্পনার অবসান ঘটিয়ে দল ঘোষণা করলো দুই বারের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা। আসছে কাতার বিশ্বকাপকে সামনে রেখে শক্তিশালী দলই ঘোষণা করেছে মেসির আর্জেন্টিনা।
শুক্রবার (১১ নভেম্বর) ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।

গত বেশ কিছুদিন ধরেই ইনজুরি সমস্যা বেশ ভাবাচ্ছিল আর্জেন্টিনার সমর্থকদের। কারণ ইনজুরির কারণে দল থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা ছিল পাওলো দিবালা ও ডি মারিয়ার।

কিন্তু শেষমেষ ইনজুরি শঙ্কা নিয়েই তাদের বিশ্বকাপ দলে অন্তর্ভূক্ত করলেন আলবিসেলেস্তিদের কোচ স্কালোনি। অবধারিতভাবে যে দলের কান্ডারি হিসেবে দলে রয়েছেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি।

আক্রমণভাগে তার সঙ্গী পাওলো দিবালা, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেজ ও জোয়াকিন কোরেয়ারা।

গোলরক্ষক:
এমিলিয়ানো ডিবু মার্টিনেজ, জেরোনিও রুলি, ফ্রাঙ্ক আরমানি।

ডিফেন্ডার:
নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্ক অ্যাকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, জন ফয়থ।

মিডফিল্ডার:
রদ্রিগো ডিপল, লিয়ান্দ্রো পেরেদেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, গুইডো রদ্রিগেজ, আলেজান্দ্রো পাপু গোমেজ, এনজো ফার্নান্দেজ, এক্সকুয়েল প্যালাসিওস।

ফরোয়ার্ড:
অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেজ, জোয়াকিন কোরেয়া, পাওলো দিবালা ও লিওনেল মেসি।

Latest Posts

spot_imgspot_img

Don't Miss