দুজনেরই এটা শেষ বিশ্বকাপ। প্রায় ১৬ বছর ধরে ফুটবল বিশ্ব দেখছে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর দ্বৈরথ। যে দ্বৈরথে কখনো রোনালদো জিতেছেন, আবার কখনো মেসি। আর এই দুজনকেই এবার একসাথে এনছেন লুইস ভুইটন।
গতকাল (১৯ নভেম্বর) রাতে একইসময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একই ছবি পোস্ট করেন বর্তমান সময়ের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো। এবং শেয়ারের পর পরই ছবিটি ভাইরাল হয়ে যায়।
ছবিতে দেখা যায় লুইস ভুইটনের ব্রিফকেসে দাবা খেলছেন এই দুই মহা তারকা ফুটবলার। মাঠে দুজন প্রতিপক্ষ হলেও মাঠের বাইরে কিন্তু দুইজনের সম্পর্ক বেশ ভালো। দুজনের মধ্যেই দেখা যায় মিউচুয়াল রেসপেক্ট।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসিকে নিয়ে প্রশংসাও করেছেন রোনালদো। পর্তুগিজ তারকার চোখে মেসি জাদুকর। মেসিকে নিয়ে রোনালদো বলেছিলেন, ‘সে (মেসি) দুর্দান্ত খেলোয়াড়, জাদুকর, সেরা। ব্যক্তিগতভাবে আমরা ১৬ বছর ধরে এই মঞ্চে আছি। ভাবতে পারেন, ১৬ বছর! তার সঙ্গে আমার দারুণ সম্পর্ক রয়েছে। সে আমার সতীর্থের মতো। ফুটবলের জন্য সে সব কিছু করতে পারে। ’
চস/স