উপরের ছবিটি ১২ জুন, ২০২১ এর। ফুটবল ইতিহাসের অন্যতম একটা বিষণ্ণ দিন। ইউরো ২০২০ এ আইসল্যান্ডের বিপক্ষে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাঠে মুখ থুবড়ে পড়েন ডেনমার্কের ফুটবলার ক্রিস্টিয়ান এরিকসেন।
সাথে সাথে খেলা থেমে যায়। দু দলের খেলোয়াড়েরা শোকে মুহ্যমান হয়ে যান। আর ডেনিশ ক্যাপ্টেন সিমন কের সেই হৃদয় নাড়িয়ে দেয়া মূহুর্তেও নিজেকে নিয়ন্ত্রণ করে এরিকসেনকে সিপিআর দিয়ে হার্ট সচল করে দেন।
ক্রিস্টিয়ান এরিকসেনকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, আর তার সতীর্থরা সেদিনই আবার ম্যাচটি শেষ করেন। এবং ঘরের দর্শকের সামনে শেষ পর্যন্ত হারেন ১-০ গোলে। এরপর ডেনিশ বিপ্লব দেখে গোটা বিশ্ব। পুরা টুর্নামেন্টে দূর্দান্ত খেলে তারা সেমিতে যেয়ে আটকায়।
আর এরিকসেন? ঠিক ২৫৯ দিন পর তিনি ফিরে আসেন ইংলিশ প্রিমিয়ার লীগে। ব্রেন্টফোর্ডের হয়ে তিন মাস খেলেনও। ২০২২-২৩ সিজনে যোগ দেন ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডে। আর গত ৮ নভেম্বর ডাক পান ডেনমার্কের বিশ্বকাপ দলে।
আজ গ্রুপ ডি এর প্রথম ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে শুরু থেকেই মাঠে থাকার কথা এরিকসেনের। ক্যাসপার হিউলমান্ডের অন্যতম ভরসা যে তিনিই। এই গ্রুপে আরও আছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স আর অস্ট্রেলিয়া।
শুভকামনা এরিকসেন, শুভকামনা ডেনমার্ক।
চস/স