spot_img

২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ইতিহাস মেসিদের যোগাতে পারে অনুপ্রেরণা!

শিরোপা প্রত্যাশী কোনো দেশের জন্য প্রথম ম্যাচে হার আসলেই বেশ কষ্টের। তবে একটা হারের পর কি কেউ থেমে যায়? রবিনসন ক্রুসোর গল্প কিন্তু ফুটবল বিশ্বকাপেও অনেককেই যুগিয়েছে অনুপ্রেরণা।

প্রথম ম্যাচে হারার পর ফিফা বিশ্বকাপের নক আউটে যাওয়ার রেকর্ড অনেক আছে। এমনকি ফাইনালে যেয়ে চ্যাম্পিয়ন হবার নজিরও আছে।

২০১০ সালে সুইজারল্যান্ডের কাছে প্রথম ম্যাচে ১-০ গোলে হার মানে তৎকালীন ইউরো চ্যাম্পিয়ন স্পেন। কিন্তু ঘুরে দাঁড়িয়েছিল দেশটি। পরের ৬ ম্যাচ জিতে তারা শিরোপাও জয় করে।

স্পেনের মতো চ্যাম্পিয়ন না হলেও প্রথম ম্যাচে হারা আরও ৩টি দল ফাইনালে উত্তীর্ণ হয়।

১৯৮২ সালে পশ্চিম জার্মানি প্রথম খেলায় হারের মুখ দেখে আলজেরিয়ার বিপক্ষে। ফাইনালে তারা ইতালির কাছে হার মানে।

এই আর্জেন্টিনা ই ১৯৯০ সালে প্রথম ম্যাচে ক্যামেরুনের কাছে হার মানে। তারা অবিস্মরণীয়ভাবে ফিরে এসে ফাইনালে পৌঁছে যায়, যেখানে পশ্চিম জার্মানির কাছে পরাজিত হয়।

ঠিক পরের বিশ্বকাপ অর্থাৎ ১৯৯৪ সালে ইতালি প্রথম খেলায় আয়ারল্যান্ডের বিপক্ষে হারলেও ঠিকই ফাইনালে পৌঁছে যায়। যেখানে শেষ পর্যন্ত তারা টাইব্রেকারে ব্রাজিলের কাছে হার মানে।

এই চারটি বিশ্বকাপ থেকে যদি আর্জেন্টিনা অনুপ্রেরণা নিতে পারে, তবে পরের খেলাগুলো জিতে তারাও বহুদূর যেতে পারে।

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss