spot_img

১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

শেষ চারে কে কার মুখোমুখি

ফ্রান্স আর ইংল্যান্ডের ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে কাতার বিশ্বকাপ-২০২২ এর শেষ আটের লড়াই। নিশ্চিত হয়েছে শেষ চার দল। এরা হলো- আর্জেন্টিনা, মরক্কো, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও বর্তমান রানার্সআপ ক্রোয়েশিয়া।

শুক্রবার রাতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন নেইমারের ব্রাজিলকে কাঁদিয়ে সেমি নিশ্চিত করেছে বর্তমান রানার্সআপ ক্রোয়েশিয়া। পরের ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রতিশোধ নিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। শনিবার রাতে ইউরোপের শক্তিশালী পর্তুগালকে চোখের জলে ভাসিয়ে বিদায় করে প্রথমবারের মতো সেমি নিশ্চিত করেছে আফ্রিকার সিংহ খ্যাত মরক্কো। আর শেষ কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি মিসে বিশ্বকাপ শেষ হয়েছে ইংলিশদের।

চলমান ২২তম ফিফা বিশ্বকাপের আর মাত্র দুই ধাপ বাকি। সেমিফাইনাল ও ফাইনাল। এরই মধ্যে নিশ্চিত হয়েছে রোড টু ফাইনালে কে কার মুখোমুখি হবে।

কাতার বিশ্বকাপ-২০২২ এর সেমিফাইনাল লাইনআপ-

১৪ ডিসেম্বর রাত ১টায় লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে বর্তমান রানার্সআপ ক্রোয়েশিয়া।

১৫ ডিসেম্বর রাত ১টায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের মোবাকিলা করবে আফ্রিকার সিংহ খ্যাত মরক্কো।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss