spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

নেইমারের জোড়া গোলে পিএসজির জয়

লিওনেল মেসি নেই। তবে ওই অভাবটা বুঝতে দিলেন না আক্রমণভাগের বাকি দুই তারকা কিলিয়ান এমবাপে ও নেইমার জুনিয়র। তাতে বোর্দের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেইঁ। এই জয়ে লিগ ওয়ানে শীর্ষস্থান আরও মজবুত করেছে মাওরোসিও পচেত্তিনো শিষ্যরা।

শনিবার রাতে লিগ ম্যাচটি ৩-২ গোলে জিতেছে পিএসজি। প্রথমার্ধেই প্রতিপক্ষের মাঠে দুই গোল করেন নেইমার। পরে দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করেন এমবাপে। ম্যাচের শেষদিকে এলিস ও এমবায়ে নিয়াং বোর্দের পক্ষে দুই গোল শোধ দেন।

পেশির চোটে এই ম্যাচে ছিলেন না আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তার জাতীয় দলের সতীর্থ আনহেল ডি মারিয়াও খেলেননি এই ম্যাচে। এই ‍দুই তারকাকে ছাড়া বল দখলের লড়াইয়ে শুরু থেকে এগিয়ে ছিল পিএসজি। কিন্তু সুযোগ তৈরি করতে পারছি না তারা।

২৬তম মিনিটে এগিয়ে যায় পিএসজি। এমবাপের ক্রস ডি-বক্সে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে বল জালে পাঠান নেইমার। ৭ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ডি-বক্সে এমবাপেকে পাস দিয়ে এগিয়ে যান তিনি। ফরাসি ফরোয়ার্ডের ব্যাকহিল ফ্লিকে বল পেয়ে ঠিকানা খুঁজে নেন ব্রাজিলিয়ান তারকা।

৬৩ মিনিটে ব্যবধান ৩-০ করেন এমবাপে। জর্জিনো উইজনালডমের কাছ থেকে বল পেয়ে দারুণভাবে বল জালে জড়ান এমবাপে। ৭৮ মিনিটে এক গোল শোধ দেয় বোর্দো। ইয়াসিন আদলির ক্রসে গোল করেন এলিস। যোগ করা সময়ে তাদের পরের গোলটি করেন এমবায়ে নিয়াং।

১৩ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ১০ পয়েন্ট কম নিয়ে দুইয়ে লঁস।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss