spot_img

৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

এবার টিকটকে দেখা যাবে লা লিগা

বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ভিডিও প্লাটফর্ম টিকটকে এবার দেখা যাবে লা লিগা। শুক্রবার রাত বাংলাদেশ সময় একটায় রিয়াল বেটিসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল সোসিয়েদাদ। এই ম্যাচটি টিকটকে দেখাবে স্প্যানিশ ব্রডকাস্টার গুল।

খেলাটা লম্বাকৃতিতেই ৯:৬ মাপে দেখাবে তারা, যদিও রেজ্যুলেশন থাকবে ৪ হাজার। ব্রডকাস্টার প্রতিষ্ঠান গুল জানিয়েছে, প্রথমবারের মতো স্প্যানিশ অথবা কোনো ইউরোপিয়ান শীর্ষ লিগের ম্যাচ এমনভাবে দেখানো হবে।

এর পেছনে অন্তত ৩০ জন কাজ করবেন বলে জানা গেছে। ‘বিশেষ এক ডিভাইস’ ব্যবহার করে ৪ হাজার রেজ্যুলেশনের ছবি নেওয়া হবে। অবশ্য কেবল টিকটকেই নয় সাধারণ দর্শকরা ম্যাচটি দেখতে পারবেন টিভিতেও।

টিকটকে খেলা দেখানোর বিষয়ে লা লিগার ডিজিটাল স্ট্র্যাটেজি পরিচালক আলফ্রেডো বেরমোজো বলেছেন, ‘লা লিগার নতুন দর্শক তৈরিতে ও সব ধরনের দর্শকের কাছে ফুটবল পৌঁছে দিতে এটা আরও একটা পদক্ষেপ।’

‘টিকটকের সঙ্গে এই চুক্তিটি নিশ্চিত করে যে লা লিগা সাম্প্রতিক মৌসুমে আলাদা মান তৈরি করা ও ম্যাচের সম্প্রচারে উদ্ভাবন আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss